অনলাইন সংস্করণ
১৬:০৪, ০৮ সেপ্টেম্বর, ২০২৫
নেপালে ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) সহ মোট ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে হাজারো তরুণ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘর্ষে অন্তত ৮ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
সরকারি মুখপাত্র সোমবার জানান, বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজধানী কাঠমাণ্ডুর বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিক্ষোভটি শুরু হয় কাঠমাণ্ডু শহরে, কিন্তু তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করা হয় এবং পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানযুক্ত প্ল্যাকার্ড, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— "দুর্নীতি বন্ধ করো, সামাজিক মাধ্যম নয়", "সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করো", "তরুণ প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে"।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন দপ্তর থেকে ইতোমধ্যে কারফিউ জারি করে নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে আজ স্থানীয় সময় বেলা ১২ টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা।