ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রাণীর সুরক্ষায় নির্দেশনা

আবু তাকরিম
প্রাণীর সুরক্ষায় নির্দেশনা

ইসলাম প্রাণিজগতকে প্রকৃতি ও পৃথিবীর সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে। কোরআনের বিভিন্ন আয়াতে প্রাণিজগতের প্রসঙ্গ এসেছে। বিভিন্ন প্রাণীর নামে অনেক সুরার নামকরণও করা হয়েছে। আল্লাহ বলেন, ‘প্রাণিকুল সৃষ্টির (অন্যতম) কারণ হলো- এগুলোতে তোমরা আরোহণ করে থাক, আর এগুলো সৌন্দর্যের প্রতীক।’ (সুরা নাহল : ৮)।

প্রাণিজগতকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআনে বলা হয়েছে, ‘পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।’ (সুরা আনআম : ৩৮)। ইসলামে পশুপাখির অঙ্গহানি করা নিষিদ্ধ।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত; রাসুলুল্লাহ (সা.) ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যে প্রাণীদের অঙ্গচ্ছেদ করে। (বোখারি : ৫১৯৫)। রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘এসব বাক-শক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় কর। সুস্থ অবস্থায় এগুলোতে আরোহণ কর, সুস্থ অবস্থায় আহার কর।’ (সুনানে আবি দাউদ : ২৫৪৮)। অহেতুক পশুপাখির পেছনে লেগে থাকা, অযথা শিকার করা ইসলামে নিন্দনীয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু বানিও না।’ (মুসলিম : ১৯৫৭)।

প্রাণীর সুরক্ষা,পৃথিবীর সৌন্দর্য,ইসলাম প্রাণিজগত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত