পুরো দুনিয়া থমকে গেছে বুক ভরা সংশয়,
যাচ্ছে না হয় দিনগুলো মোর মধুর অপচয়।
হাত বাড়ালে আকাশ আমি এখন ছুঁতে পারি,
বাড়ির পাশে প্রণয় নামের বৃক্ষ সারি সারি।
দোলনা এখন দুলছে হেলে শূন্য তবু লাগে,
চোখের পাতায় কথার বাণী তৃষ্ণা তবু জাগে।
দেয়ালেতে খসে পড়ে আবেগের নীল কালি,
বুক পকেটে কিছু গোলাপ রাখে বনমালী।
সন্ধ্যা নামলে কার জানালায় জোনাকির আলো,
হঠাৎ আমার আকাশজুড়ে বিদ্যুৎ চমকালো।
বলতে গিয়ে কত কথা বোবা থাকে মুখ,
কে তাড়াবে নাম না জানা আজব এই অসুখ!
পথে আমার পড়ছে ছায়া পাশে নেই কেউ,
কার তরীর বৈঠা লেগে নদীতে আমার ঢেউ।
দূরের আকাশ ডাকছে আমায় ধূসর হাতছানি,
আজকে আমার হোক বদনাম হোক জানাজানি।
আর কতদিন থাকব আমি বালুচরের তলে,
সবাই জানুক আকাশে আমার গোপন তারা জ্বলে।
বুকের ভেতর তোমার শব্দ শুনুক লোকের কান,
জানুক জগত আমারও আছে কারো প্রতি টান।