চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর আশ্রয়ণ প্রকল্প সড়কের বেহাল অবস্থা। সড়কটির মাত্র ৩০০ মিটার অংশ কাঁচা থাকার কারণে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল দূরে থাক, হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে যায়। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারগুলো সামান্য বৃষ্টিতেই সড়কটি যেন ধান রোপণের জন্য প্রস্তুত করা চাষযোগ্য জমিতে পরিণত হয়। সড়কটির এমনই দূরবস্থার ফলে যান চলাচল তো দূরে থাক, হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। এতে ওই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন। হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ (দ্বিতীয় পর্যায়) (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের অধীনে চলতি বছর মার্চ মাসে ৩৫০ মিটার অংশ এইচবিবি দ্বারা উন্নয়ন করা হলেও বাকি অংশ কাঁচা থাকার কারণে চলাচলে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। দ্রুততম সময়ে বাকি ৩০০ মিটার কাঁচা রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়ন করার দাবি জানিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, রাস্তটি আমি সরেজমিন পরিদর্শন করেছি। রাস্তাটি কেবলমাত্র আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ব্যবহার করেন না। স্থানীয় লোকজনের চলাচলের জন্যও একমাত্র রাস্তা এটি। চলতি বছর মার্চ মাসে ৩৫০ মিটার অংশ এইচবিবি দ্বারা উন্নয়ন করা হয়েছে। গত সোমবার এসিল্যান্ড সরেজমিন পরিদর্শন করেছেন। বাকি থাকা ৩০০ মিটার কাঁচা রাস্তা এইচবিবি দ্বারা উন্নয়ন করতে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।