পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তিনদিনব্যাপী স্প্রিং ফেস্ট গতকাল শনিবার ইউনিভার্সিটি মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল আহসান, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর ভাইস-চেয়ারম্যান রোটা: ডা. মতিউর রহমান এবং পিইউবি ট্রেজারার মুহা. সুজন শাহ-ই-ফজলুল। উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনসার আলী তালুকদার, রেজিস্ট্রার ড. এসজে আনোয়ার জাহিদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আমিনুল হক, পরিচালক (অর্থ) আবু জাহিদ জগলুল পাশা, প্রক্টর সাব্বির হোসেন, নাজমুল হক, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) জাহেদুল আলম, বিওটি সমন্বয়ক খোরশেদ আলম, এস্টেট অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।