ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার দুই

চলন্ত বাসে ডাকাতি শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার দুই

ঢাকা থেকে রাজ্বশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুজ্বনকে গ্রেপ্তার করেছে। গতকাল টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার ধানশোনা এলাকার পলাশবাড়ীর মো. আলমগীর (৩৪) ও তার ছোট ভাই রাজিব হোসেন (২১)। এ নিয়ে এ ঘটনায় মোট পাঁচজ্বন গ্রেপ্তার হলো। পুলিশ সুপার বলেন, আলমগীর হোসেনকে গত সোমবার নেত্রকোণার পূর্বধলা উপজেলার সাধুরপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তজেলা ডাকাত দলের ‘মূলহোতা’। এর আগে এ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ হেফাজ্বতে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদকালে তার দেয়া তথ্যানুযায়ী আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাস ডাকাতির সময় লুট করা নগদ ৪ হাজার ২১০ টাকা ও দুটি রুপার আংটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত