ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চার মাদক কারবারি গ্রেপ্তার

চার মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গাঁজা কারবারি ও ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে উপজেলার আমড়াজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে রনজিত চন্দ্রকে গাঁজাসহ গ্রেপ্তার করে। অপর অভিযানে এসআই জয়দেব ধরের নেতৃত্বে একটি পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আমড়াজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের আনসার আলীর ছেলে মো. হিরন ও একই ইউনিয়নের কুমিয়ান গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে শাহ জালালকে গাঁজাসহ গ্রেপ্তার করে। এছাড়া একই রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হাতেম গাজীর ছেলে মো. হানিফকে গ্রেপ্তার করা হয়। কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত