তরমুজ কেনা নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিপুন সাহা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। নিহত নিপুন সাহা চুয়াডাঙ্গা শহরের বড়বাজার পাড়ার স্থায়ী বাসিন্দা এবং কৃষ্ণ সাহার ছেলে।
নিহতের মা কাজল রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে পুলিশের অনুমতি নিয়ে ছেলের লাশ চুয়াডাঙ্গায় আনা হবে। জানা যায়, গত শনিবার রাত পৌনে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের টাউন ফুটবল মাঠের সামনে দুর্বৃত্তরা নিপুনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেলে পাঠায়। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।