ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দেশের সংস্কার করতে হলে প্রয়োজন নির্বাচিত সরকার

বললেন টুকু
দেশের সংস্কার করতে হলে প্রয়োজন নির্বাচিত সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের সংস্কার করতে হলে প্রয়োজন নির্বাচিত সরকার। স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের রাজনীতিতে বিভাজনের বীজ বপন করেছে। শেখ হাসিনার পতন তরুণ সমাজকে জাগ্রত করেছে। গত শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরি হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের সব কিছু ধ্বংস করে দিয়েছে। সুষ্ঠুভাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হলে ৫ বছর সময় লাগতে পারে। এ ৫ বছর কি দেশ অনির্বাচিত সরকারের হাতে থাকবে? এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ সব সময় মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছে। তারা এমনভাবে প্রচার করে যেন একমাত্র তারাই এই দেশ স্বাধীন করেছে। অথচ দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। স্বৈরাচারী সরকারের নেওয়া বিভিন্ন বড় বড় প্রকল্প আজ দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব প্রকল্প থেকে সুফলের পরিবর্তে ক্ষতিই বেশি হচ্ছে। এতে দেশের নাগরিকদের মাথায় ঋণের বোঝা বাড়ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বিএনপি একটি নীতিনিষ্ঠ ও শক্তিশালী দল। বেগম খালেদা জিয়ার সফল নেতৃত্বে দেশের অগ্রগতি হয়েছে। আর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা পরিকল্পনা দিয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, ডা. এম.এ লতিফ, অমর কৃষ্ণ দাস প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত