ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

নীলফামারীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। গতকাল বিকালে নীলফামারী জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেলের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা সাবেক এমপির মুক্তির দাবিতে শহরের প্রধান প্রধান সড়ক মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলার সঞ্চালনায় সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবুসহ অনেকে। এ সময় সমাপনি বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত