ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার চোরচক্রের চার সদস্য আটক

চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার চোরচক্রের চার সদস্য আটক

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে তিনটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চোরচক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। গত সোমবার বিকালে বড়লেখা উপজেলার দাসেরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের রাজন আহমেদ মাসুম, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শষারকান্দি গ্রামের সাইফুল ইসলাম, পূর্ব মোবারকপুর গ্রামের মোস্তাকিম আহমেদ নাহিদ ও সাইটধা গ্রামের সিরাজুল ইসলাম। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, গত সোমবার দুপুরে বড়লেখা থানার দাসেরবাজার সিএনজিস্ট্যান্ডে তিনজন সন্দেহভাজনসহ একটি চোরাই সিএনজি স্থানীয় জনতা আটক করে রেখেছে- এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোস্তাকিম, সাইফুল ও সিরাজুল ইসলাম নামে তিনজনকে আটক করে এবং একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে সিএনজি চুরি করে বড়লেখার রাজন আহমদ মাসুমের কাছে বিক্রির জন্য এনেছে বলে স্বীকার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজন আহমদ মাসুমকে চান্দগ্রামে তার বাড়ি থেকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চোরাই যানবাহন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অপরাধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত