ফেনীর সোনাগাজী উপজেলার সবচেয়ে বড় পশুর হাট সোনাগাজী হাইস্কুল মাঠে হাজার হাজার গরু, ছাগল, মহিষ ও ভেড়া বিক্রির জন্য গতকাল শনিবার দুপুর থেকে তোলা হয়েছে। যানজট মুক্ত সোনাগাজী বাজারের ওপর দিয়ে পশু মালিকরা নির্বিঘ্নে পশুগুলো নিচ্ছেন। এরইমধ্যে জমে উঠেছে বাজার। বৃষ্টি উপেক্ষা করে ক্রেতারাও ঢুকছেন স্রোতের মত। ইজারাদার মাকসুদর রহমান রাসেল হামিদি বলেন, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তার জন্য শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন।