সামাজিক সংগঠন ‘হাসিঘর ফাউন্ডেশন’-এর উপদেষ্টা মনোনীত হওয়ায় সাংবাদিক এ. এইচ. সেলিম উল্লাহ মনোনীত হওয়ায় ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। গত সোমবার এএইচ সেলিম উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিনসহ অন্যান্য সদস্যরা। কক্সবাজারের তারকামানের হোটেল শৈবালে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- হাসিঘর ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক শাখার সিনিয়র ডেপুটি কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম শিহাব, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক মেহেদী হাসান, শিক্ষা ও আইসিটি সম্পাদক তাসনিম জাহান রুকসা, সমাজকল্যাণ সম্পাদক হুমায়রা, সদস্য হুবাইব ও নুরুল হুদা। নতুন উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, আমাদের সংগঠন ২০২১ সাল থেকে সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত। আপনার মতো একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিত্ব উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নবনির্বাচিত উপদেষ্টা এ.এইচ. সেলিম উল্লাহ বলেন, হাসিঘর ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। এটি মানুষের কল্যাণে কাজ করে।