টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদী ফুলগাজী উপজেলার দুটি স্থানে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ভাঙনের সৃষ্টি হয়।
এতে স্থানীয় উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগতপুর এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া ফুলগাজী তরকারি বাজার সংলগ্ন স্থানে মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই উপজেলার সদর ইউনিয়নের বণিকপাড়া সহদেব বৈদ্যের বাড়ি-সংলগ্ন মুহুরী নদীর বাঁধের একটি স্থানে ও গোসাইপুর এলাকায় সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে এ ভাঙনের সৃষ্টি হয়।
মো. হারুন অর রশীদ নামে একজন বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকেই নদীর পানি বাড়তে শুরু করে। স্থানীয়দের অনেক চেষ্টা পরও ভাঙন ঠেকানো যায়নি। গেল বন্যার এক বছর না পেরোতেই আবারও পানিতে ডুবতে হচ্ছে। দায়সারা কাজের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে এ ক্ষতির মুখে পড়তে হয়।
ফুলগাজী বাজারের ব্যবসায়ী তনু সরকার বলেন, প্রতিবছর জুন থেকে আগস্ট মাসে সামান্য বৃষ্টিতেই লোকালয়ে পানি প্রবেশ করে। দোকানের জিনিসপত্র পানিতে ভিজে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। কাউকে কিছু বলে কি হবে। এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি।
সাইফুল ইসলাম নামে মনিপুর এলাকার এক বাসিন্দা বলেন, কর্মকর্তারা বন্যা এলে ঘটনাস্থলে এসে জিও ব্যাগ দিয়ে মেরামতের কথা বললেও বন্যা শেষে আর খবর রাখেনি। আজও লোকালয়ে পানি প্রবেশ করার খবরে কর্মকর্তারা এসে ঘুরে গেছে। কিন্তু আমাদের দুর্দশার সমাধান হয় না। অন্যদিকে জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর এলাকায় সিলোনিয়া নদীর পানি বেড়ে বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানা গেছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন বলেন, উজানে ভারী বৃষ্টি হওয়ায় নদীর পানি বাড়ছে। তবে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। বাঁধের ভাঙনস্থল রক্ষায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। ঝুঁকিপূর্ণ বাঁধের নিরাপত্তায় আমাদের কাজ অব্যাহত রয়েছে।