সিরাজগঞ্জে অসহায় মানুষের জন্য ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ১০৪৪ বান্ডিল ঢেউটিন ও শুকনো খাবার ত্রাণ সামগ্রী ক্রয় শুরু করা হয়েছে। জেলা প্রশাসক অনুকূলে এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আ. বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার ৯টি উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবারদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক অনুকূলে ৪ কিস্তিতে এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ কোটেশন পদ্ধতিতে প্রাপ্ত বরাদ্দের টাকা দিয়ে ৯ ফুটের ঢেউটিন ও শুকনো খাবার ক্রয় শুরু করেছেন।
এ জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষ, নদী ভাঙন ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে এ ঢেউটিন ও শুকনো খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
তবে এসব ত্রাণ সামগ্রী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধির সুপারিশের ভিত্তিতে দেওয়া হবে। এছাড়া অসহায় পরিবার এ ত্রাণ সামগ্রীর জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে পারবেন এবং ছোটখাট দুর্যোগ প্রস্তুতির জন্য সরকার এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।