ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গতকাল শুক্রবার নীলফামারী বড় মাঠে বেলুন উড়িয়ে আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী খেলায় নীলফামারী পৌরসভা ফুটবল দল ডিমলা উপজেলা ফুটবল দলকে ৪-০ গোলে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, নীলফামারী সেনা ক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনার রশিদ পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জেলা জজ আদালতের সরকারি কৌশুলী আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত