সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুমাল্লু গ্রামের শিশু মেঘলাকে (৯) বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় গৃহবধূ উমায়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের নাজমুল হকের স্ত্রী। তাড়াশ থানার ওসি (তদন্ত) রুপুকর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের ওই শিশুর বাবার মুনসুর আলীর সঙ্গে নাজমুল হক গং বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।
এরই জের ধরে গতকাল রোববার দুপুরে ওই গৃহবধূ শিশুকে একা পেয়ে বিশেষ কৌশলে ঘরে নেয় এবং তাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করে।
এ সময় তার গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং গৃহবধূকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।