ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

ঠাকুরগাঁও : জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা ডিসি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, বিজিবি, সরকারি ও বেসরকারি মাদকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাক আহমেদ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ। জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

নীলফামারী : জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের কর্মসূচি ‘উৎসব বন্ধন’। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেলুন ওড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন এবং একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা, জেলা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, শহরের স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন ও সাংবাদিক প্রতিনিধিরা। র‌্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাদকের প্রতিরোধের প্রথম ধাপ হলো পরিবার থেকে শুরু করা উচিত, আর তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, পরিবার ও মিডিয়ার সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বা দরকার। তিনি আরও বলেন, এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি প্রতিনিয়ত আমাদের দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে। দেশে মাদকের বিস্তার ও থাবা থেকে রক্ষা পেতে হলে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে নজরদারি বাড়াতে হবে আর শিক্ষাপ্রতিষ্ঠান ও শহর নগরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে নীলফামারীর মতো জেলায় মাদকবিরোধী এমন সচেতনতামূলক আয়োজন একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিবে দেশের আনাচেকানাচে।

নাটোর : গতকাল সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে যায়। পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রনের উপ-পরিচালক মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন লাবু প্রমুখ।

বক্তারা বলেন, মাদক কোনো ব্যক্তির ক্ষতি নয়, এটি পরিবার, সমাজ এবং জাতির ভিত্তিকে নাড়িয়ে দেয়। একবার মাদকের ছোবলে যে পড়ে, তার জীবন কেবল অন্ধকারেই ডুবে যায় না, তার চারপাশের মানুষও দুর্ভোগে পড়ে।

মাদকের কারণে ছিন্নভিন্ন হচ্ছে পরিবার, বেড়ে যাচ্ছে অপরাধ, কমে যাচ্ছে মানসিক সুস্থতা ও ভবিষ্যতের সম্ভাবনা। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী- কেউই আজ আর নিরাপদ নয়। এ মাদকের থাবা থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত