ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আদমদীঘিতে বৃক্ষরোপণের উদ্বোধন

আদমদীঘিতে বৃক্ষরোপণের উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলা বন বিভাগের (টিএফএফ ফান্ডের) উদ্যোগে রক্তদহ বিলপাড়ে বিভিন্ন প্রজাতির বনজ ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করে বণায়ন কর্মসূচি উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। গতকাল শনিবার বেলা ১১টায় আদমদীগি উপজেলার রক্তদহ বিল পাড়ে সান্দিড়া গ্রামীণ সড়কের দুই পাশে এসব গছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- আদমদীঘি উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান আলী, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য ফেরদৌস রহমান, রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, সাইদুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার, এসএম সোহেল রানা, উপজেলা সেচ্চাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মিলন হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মেহেদী হাসান সুইট, সবুজ সরদার, রঞ্জু হোসেন, আপেল হোসেন প্রমুখ।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ রোপণ প্রয়োজন। সে আলোকে এই বণায়ন কর্মসূচি সফল করতে এখানে পর্যায়ক্রমে আম, জাম, কাঠাল, পেয়ারা, মেহগুনি তেতুলসহ প্রভৃতি জাতের ফলজ, বনজ ও ঔষধি প্রায় আট হাজার গাছের চারা রোপণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত