ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মদনে পুলিশকে ধাক্কা দিয়ে পালালেন আটক ব্যক্তি

মদনে পুলিশকে ধাক্কা দিয়ে পালালেন আটক ব্যক্তি

নেত্রকোনার মদনে পাচারকালে টিসিবির ২৫ বস্তা চালসহ ৩ ব্যাক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

গত শুক্রবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের কাইটাইল বাজার সংলগ্ন ওয়াহেদ ইটভাটার কাছ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টিসিবির ডিলার পরিচালনাকারী শামছুল হক চ্যাম্পিয়ন, গাড়ি চালক আলম মিয়া ও মাহফুজ। তারা তিনজন উপজেলার চানগাঁও ইউনিয়নের বাসিন্দা।

আটকের পর অভিযুক্তদের পুলিশের নিকট সোপর্দ করে সেনাবাহিনী। কিন্তু ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার পথে টিসিবির ডিলার পরিচালনাকারী শামছুল হক চ্যাম্পিয়ন পালিয়ে গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নায়েকপুর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির চাল কালোবাজারে বিক্রি করে দেয় ডিলার। বিক্রি হওয়া ২৫ বস্তা চাল নেওয়ার সময় কাইটাইল বাজারের পাশে ওয়াহেদ ইটভাটায় জনতা আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। টিসিবির চাল কালোবাজারে বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে জব্দ হওয়া চাল ও ৩ জনকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে থানায় আসা পথে ডিলার পরিচালনাকারী শামছুল হক চ্যাম্পিয়ন মদন থানার এসআই সাইদুল ইসলামকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় আটকদের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নায়েকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কৃষ্ণ চন্দ্র সরকার।

এ ব্যাপারে এসআই সাইদুল ইসালম জানান, ‘আটকদের নিয়ে আসার পথে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে শামছুল হক চ্যাম্পিয়ন নামের একজন পালিয়ে যায়।’ এ ব্যাপারে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, এ ঘটনার মামলা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত