নানা জাতের টাটকা ও রসালো ফল নিয়ে উৎসব মুখর পরিবেশে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। গত সোমবার প্রেসক্লাব হলরুমে পথ পাঠাগারের আয়োজনে এ মৌসুমি ফল উৎসব হয়। আম, কাঁঠাল, পেয়ারা, লটকন, পেঁপে, কলাসহ নানা স্বাদের ও বাহারি রঙের ফলের সমারোহে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ-সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ শহীদুল্লাহ খান, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এসএম রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সম্মিলিত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন প্রমুখ। প্রধান অতিথি নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত এই ফল উৎসব। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শুধু আনন্দ দেয় না, বরং সবার মধ্যে দেশীয় সংস্কৃতি, কৃষিপণ্য এবং সুস্থ খাদ্যাভ্যাস সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলে। সবাইকে দেশীয় ও হারিয়ে যাওয়া ফলের গাছ রোপণের আহ্বান জানান তিনি।