ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর ছুঁড়ে নৃশংসভাবে হত্যা ও লাশের ওপর উন্মাদ নৃত্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও বড় মাঠ থেকে ছাত্রজনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে এক ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই চাঁদাবাজরা দেশটাকে অস্থিতিশীলতায় পরিণত করেছে। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এরা কিভাবে চাঁদাবাজি করে। কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। স্বাধীন দেশে এদের কোনো স্থান নেই। বক্তারা দাবি জানান, জড়িতরা দলেরই হোক না কেন, তাদের দ্রত বিচার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে।
রংপুর : ব্যবসায়ী সাগর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুরের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে রংপুর জিলা স্কুলের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা টাউন হল, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এমন বর্বরতা আমাদের ইতিহাসে নজিরবিহীন।
কেবলমাত্র দলীয় বহিষ্কার নাটক করে এই ঘৃণ্য অপরাধ চাপা দেওয়া যাবে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য সচিব ডা. আশফাক আহমেদ জামিল বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি পুরো দেশের ছাত্র সমাজের মনে ক্ষোভ সৃষ্টি করেছে। যারা চাঁদাবাজি করে, খুন কওে তাদের বিরুদ্ধে শুধু দল থেকে বহিষ্কার নয়, আইনি পদক্ষেপ নিতে হবে। দলীয়ভাবে মামলা করে বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নৃশংসতা করতে না পারে।
নওগাঁ : ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে সংগ্রামী ছাত্র জনতার ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিম বিন বারীর নেতৃত্বে বক্তব্য রাখেন- ছাত্র নেতা আরমান হোসেন, সাদনান সাকিব ও গণঅধিকার পরিষদের সাকিব হোসেন প্রমুখ। বক্তারা বলেন, চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এটি নিছক হত্যাকাণ্ড নয়, চরম বর্বরতা। এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন নৃশংসতা চলতেই থাকবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়।
মুন্সীগঞ্জ : ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে, পাথর নিক্ষেপ ও কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে, বৈষম্যবিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা শাখা। গতকাল শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এই চার সংগঠনের নেতা কর্মীরা ঘণ্টাব্যাপী প্রতিবাদ মানববন্ধ করেন।
মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, এক যুবদল নেতা আরেক যুবদল কর্মীকে যেভাবে পাথর দিয়ে মেরেছে। এটা আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছেন। অভিযুক্ত মাহিন ও রবিনসহ জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
পাশাপাশি চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনিক ও রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মিটফোর্ডে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ঝালকাঠি : ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিছিল নিয়ে প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে করে।
সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি, শাহরিয়ার দিপু, লিমা ও স্বর্ণা প্রমুখ। বক্তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্র ও মানবতার উপর একটি আঘাত। দিনের আলোয় যেভাবে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
তারা অভিযোগ করেন, এ ঘটনায় জড়িতরা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কর্মী। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাবি : বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার বলেন, জুলাইয়ের পর থেকে আমরা দুইটি সংস্কার সবচেয়ে বেশি চেয়েছি। একটি? মিডিয়া সংস্কার, অন্যটি প্রশাসনের সংস্কার। ৪৮ ঘণ্টা পর এই ঘটনা কেন আমাদের সামনে আসলো? চাঁদাবাজিকে কেন্দ্র করে যারা একজন ব্যবসায়ীকে হত্যা করে, ক্ষমতায় আসার পরে তাদের তাদের পথের কাঁটা আজকের জুলাই যোদ্ধারাই হবে।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে গত শুক্রবার রাত ১০টায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় যুব শক্তি কুড়িগ্রাম জেলা শাখা। মিছিলটি কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে বের হয়ে শহরেরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু ও এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।
বক্তরা বলেন, চাঁদাবাজদের কোন দল নেই, মত নেই, অবিলম্বে তাদের রুখে দিন। চাঁদাবাজি করার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। যারা মিডফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে তাদের অবিলম্বে ফাঁসি কার্যকর করুন। এই বর্বরতা জাহেলি যুগকেও হার মানিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল, ছাত্রসংসদ নেতা খন্দকার আল ইমরান প্রমুখ।