ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নানা কর্মসূচিতে দেশব্যাপী জুলাই শহিদ দিবস পালিত

নানা কর্মসূচিতে দেশব্যাপী জুলাই শহিদ দিবস পালিত

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহিদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদস। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

শহিদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে গতকাল বুধবার দেশব্যাপী পালিত হয়েছে জুলাই শহিদ দিবস।

চাঁদপুর : শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহিদ পরিবারের সদস্য, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিরা অংশগ্রহণ করেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহিদ হয়েছেন। কিন্তু শহিদ আবু সাঈদ হচ্ছেন ব্যাতিক্রম। তিনি গ্রামের মধ্যবৃত্ত পরিবারের ছেলে এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যেকোনো আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহিদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গনতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন। আরও বক্তব্য দেন- চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল ও জুলাই মঞ্চের আহবায়ক জাকির হোসেন প্রমুখ।

সাতক্ষীরা : জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি এ সময় বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। তাদের আদর্শেই আমরা সাম্যের, ন্যায়ের এবং বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি। সভায় আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীপ্রমুখ।

রাঙামাটি : জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বালানো এক শিখা। শহিদ আবু সাঈদসহ অন্যান্য শহিদদের রক্ত বৃথা যায়নি। তাদের আত্মত্যাগ আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। এমনই গভীর শ্রদ্ধা ও উপলব্ধি থেকে বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমান।

গতকাল জুলাই শহিদ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ বক্তব্য প্রদান করেন। এর আ?গে উপাচার্যের নেতৃত্বে সকাল ৯টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর এক মিনিট নীরবতা পালন ও দোয়ার মাধ্যমে শহিদদের স্মরণ করা হয়। পরে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে ‘ফিরে দেখা জুলাই’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন উপাচার্য নিজেই। সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, নরওয়ে-এর অধ্যাপক ড. এসএম আব্দুল কুদ্দুস।

মানিকগঞ্জ : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহিদ সব বীর সন্তানদের স্মরণে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ। সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর ইসলাম, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা বিএম ইয়াসিন সাগর, আমিনুল ইসলামসহ সদর উপজেলা, পৌর ও দেবেন্দ্র কলেজসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা।

জয়পুরহাট : শহিদদের স্বরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সিভিল সার্জন আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহবুব, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মুবারক জুয়েল, জেলা মৎস্য অফিসার মাসুদ রানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহিদ বিশাল এর মা বুলবুলি খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) : উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মামুন খান, থানার ওসি (তদন্ত) আবু বক্কর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাসউদ্দীন, শহিদ সোহান শাহ-এর বাবা শাহ সেকেন্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফকরুদ্দিন মিজান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত এনামুল হক, আহত মো. রোহান মোল্লা প্রমুখ। আলোচনা সভায় শহিদ পরিবারের সদস্য ও আহতরা তাদের স্মৃতিচারণ করেন। বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনের চেতনা ধারণ ও লালন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান, অধ?্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবী, অধ্যক্ষ মিয়া মোহাম্মদ সেলিম, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক কাউসার বেগম, শিক্ষক ও সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের হলরুমে এ আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দিতে গিয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবর্গ বলেন, উপজেলার ৮/৯ জন সংবাদকর্মী একটি অশুভ মামলাবাজদের খপ্পরে পড়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা লিখে বা যে রাজনৈতিক নেতাকর্মীদের নামে জুলাই শহিদদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মডেল থানার ওসি হাসান জামিল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম শিবলী, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, মৎস্য কর্মকর্তা সাইদা ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তায়েম বিল্লা, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, এলজিইডি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনা সভায় অংশগ্রহণকরীরা শহিদদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় বক্তারা জুলাই শহিদদের স্মরণ করে স্মৃতিচারণ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই ঘোষণাপত্র ও সনদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন ইউএনও ফেরদৌস আরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত