ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই শহিদদের স্মরণে নাজিরপুরে বৃক্ষরোপণ

জুলাই শহিদদের স্মরণে নাজিরপুরে বৃক্ষরোপণ

পিরোজপুরের নাজিরপুরে জুলাই শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালাা অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি উপজেলা শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলার দুই শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২টি ফলজ গাছ এবং উপজেলা শহিদ মিনার চত্বরে আরও কয়েকটি ফলজ গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের ভাষ্য, এই বৃক্ষরোপণের মধ্যদিয়ে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং একইসঙ্গে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান এশা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান হাজরা টিপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যে বলেন, ‘জুলাই শহিদদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তা আমাদের কাছে অনুপ্রেরণার উৎস। তাদের স্মরণে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের দায়িত্ববোধের প্রতীক, যা পরিবেশ রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত