
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ঘটনার পালাতক আসামি আনারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকালে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধুশাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজন সরকার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করে। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, জিজ্ঞাসাবাদে আনারুল ইসলাম এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।