ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

২১ দফা দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

২১ দফা দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ শিরোনামে ২১ দফা দাবিসহ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন। গতকাল শনিবার সকাল ১১টায় কলেজ রোড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় শতাধিক সাংবাদিক এতে অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় পেশাজীবী সাংবাদিকরা মানবেতর জীবন যাপন করছে।

অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান। বক্তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কালা আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার করতে হবে। আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠন করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত