
গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’-এর সহযোগিতায় গত সোমবার কবি নজরুল মিলনায়তনে এই কর্মশালাটি সম্পন্ন হয়। প্রশিক্ষণে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশ নেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ে গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও অগ্রগতি পর্যবেক্ষণের জন্য প্রণীত ডিএমআইই পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়নে সক্ষমতা তৈরি করা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। তিনি গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন।
প্রশিক্ষক হিসেবে ডিএমআইই পদ্ধতির কারিগরি দিক তুলে ধরেন ডিস্ট্রিক্ট ম্যানেজার, গ্রাম আদালত, কুমিল্লার আমিনুর রহমান।