
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি নলছিটি-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। ইলেন ভুট্টোর নাম ঘোষণায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩২টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। এর মাধ্যমে বরিশাল বিভাগে বিএনপির একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। গত কয়েক সপ্তাহ ধরে ইলেন ভুট্টো ঝালকাঠি-২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগলিফলেট বিতরণ ও কর্মী-সমর্থকদের নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় তার প্রচারণায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ দেখা যায়। এদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করা হয়নি। ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। স্বামীর মৃত্যুর পর শূন্য হওয়া আসনে ২০০০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আমির হোসেন আমুকে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।