ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

মিরসরাইয়ে গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে সামিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজারের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। সামিনা আক্তার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আব্দুল বারিক মিস্ত্রি বাড়ির ডেন্টাল চিকিৎসক মোশাররফ হোসেনের স্ত্রী। তিনি আবুতোরাব বাজারে পরিবারসহ একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল বলেন, গতকাল রোববার বেলা ১২টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলার আগুন থেকে রান্নাঘরে আগুন ধরে যায়। তিনি নিজের কাপড় বা কাথা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বাসায় কেউ না থাকায় তিনি অতিরিক্ত ধোঁয়ার কারণে শাস-নিশ্বাস নিতে না পারায় দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে রানা ঘরে পড়ে থাকেন। পরে বাইরে থেকে ধোঁয়া দেখে লোকজন রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের স্বামী ও ডেন্টাল চিকিৎসক মো. মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। পরে অতিরিক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনি মারা যান। মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, গ্যাসের চুলার ধোঁয়ায় দম বন্ধ হয়ে মহিলার মৃত্যুর বিষয়ে কেউ আমাদের জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত