
ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটাকে ভেঙে বন্ধের নির্দেশ এবং চারটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ভাটার চিমনি ও কিলন ধ্বংস করে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
গতকাল সোমবার সকাল থেকে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে পরিবেশ অধিদপ্তেরের- যুগ্ন সচিব সৈয়দ ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে পরিবেশে অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত ভাটাগুলো হলো, এইচ এমবি ব্রিকস, এনএএম ব্রিকস, ফোর স্টার ব্রিকস, ভেঙে বন্ধের নির্দেশ এবং বিবিসি ব্রিকস, ডিবিসি ব্রিকস, নুর ব্রিকস, স্টাইল ব্রিকসকে ১২ লাখ টাকা জরিমানা করেছেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় এইচ এমবি ব্রিকস, এনএএম ব্রিকস, ফোর স্টার ব্রিকস, ভেঙে বন্ধের নির্দেশ এবং বিবিসি ব্রিকস, ডিবিসি ব্রিকস, নুর ব্রিকস, স্টাইল ব্রিকসকে ১২ লাখ টাকা জরিমানা করেছেন।