ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যশোরে ককটেল বিস্ফোরণ

যশোরে ককটেল বিস্ফোরণ

যশোরের কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলতলা মোড়ে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বাড়ির লোকজন বাইরে এসে দেখতে পান ঘরের জানালা, গেট ও সানসেটের পাশে বিস্ফোরণের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পর ভিকটিমরা ‘ট্রিপল নাইনে’ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত