ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আট ঘর পুড়ে ছাই

আট ঘর পুড়ে ছাই

পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে ৮টি বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ঘটনাটি ঘটে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে।

স্থানীয়রা জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে সজনাই গ্রামের সাধু সরদার ও তার ৩ ছেলে আল-আমিন সরদার, আরিফ সরদার, সালাম সরদারের বসত ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবার পত্র, টিভি ফ্রিজসহ সবকিছু পুড়ে ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার কাঁদতে কাঁদতে জানান, আমাদের মোট আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত