
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরেথি (বিআরটিএ) গোপালগঞ্জ জেলা সার্কেলের আওতাধীন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জন ও একজন পঙ্গুত্ববরণকারী ব্যক্তির মধ্যে এ অনুদানের চেক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালযের সম্মেলন কক্ষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএ-র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।