
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- অটোরিকশা উল্টে রহিমা বেগম (৫০) ও বিদ্যুৎস্পর্শে সঞ্জয় কুমার (২৯)। রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানা জানান, গতকাল শনিবার দুপুরে একই এলাকার মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী রহিমা নাতিনকে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বৈকন্ঠপুর ব্রিজের উপর ওই অটোরিকশা উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই গৃহবধূ নিহত হন এবং শিশু নাতি গুরুতর আহত হয়েছে। সকালে একই এলাকার খেয়াইলার গ্রামের পুকুরে সেচ দিতে যান। এ সময় ওই পুকুরের পাড়ে বিদ্যুৎ তারে জড়িয়ে ঘটনাস্থলেই সঞ্জয় কুমার মারা যান। তিনি বগুড়ার শেরপুর উপজেলার ভবানিপুর বেগুনবাড়ি গ্রামের রনজিৎ কুমারের ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।