ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড়

মাদারীপুর : মাদারীপুর-১ (শিবচর) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ১০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ৮ প্রার্থী। এর আগে রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন ২ প্রার্থী। মাদারীপুর-১ আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি মনোনীত নাদিরা আক্তার, স্বতন্ত্র প্রার্থী ইমরান হোসেন, স্বতন্ত্র কামাল জামান নুরুদ্দিন মোল্লা, স্বতন্ত্র সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, লেবার পার্টির হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আকরাম হোসাইন, জাতীয় পার্টির (লাঙল) জহিরুল ইসলাম, কমিউনিষ্ট পার্টির আব্দুল আলিম, খেলাফত মজলিসের সাইদউদ্দিন আহমেদ হানজালা, গণঅধিকার পরিষদের মনির হোসেন রাজীব মোল্লা। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াত ইসলামীর প্রার্থী সারোয়ার হোসেন মৃধা মনোনয়নপত্র দাখিল করেছেন।

কক্সবাজার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণের জন্য কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে ৫ জন, কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে ৭ জন, কক্সবাজার-৩ সদর-রামুণ্ডঈদগাঁও আসনে ৬ জন ও কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র দাখিলকারি ৫ প্রার্থী হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলাম।

কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়নপত্র দাখিলকারি ৭ প্রার্থী হলেন, জামায়াতের কেন্দ্রিয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এসএম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম, স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা।

কক্সবাজার-৩ সদর-রামুণ্ডঈদগাঁও আসনে মনোনয়নপত্র দাখিলকারি ৬ প্রার্থী হলেন, বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার, স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়া।

কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে মনোনয়নপত্র দাখিলকারি ৫ প্রার্থী হলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদি গণতন্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ, লেবারেল ডেমোক্রিটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।

ভোলা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-০৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামালসহ ৭ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেনের নিকট তারা মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য হেলালউদ্দিন টিপু, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমদ কমল, মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. কামাল উদ্দিন, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ মাহমুদ প্রমুখ।

অন্যদিকে জামাতে ইসলামির প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, ইসলামি আন্দোলনের প্রফেসর এএমএম কামাল উদ্দিন ও আমজনতার পার্টি মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, জাতীয়পাটির মিজানুর রহমান, এনডিএম’র আবুল কালাম ও সতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

ময়মনসিংহ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল সোমবার ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফিরোজ হোসেনের কাছে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির ছাইফ উল্যাহ পাঠান ফজলু (দাঁড়ি পাল্লা), বিএনপির ফখরউদ্দিন আহমদ বাচ্চু (ধানের শীষ), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাক্তার জাহিদুল ইসলাম (শাপলা কলি), গণঅধিকার পরিষদের আনোয়ার হোসেন বিদ্যুৎ (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম।

গাজীপুর : এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিভিন্ন দলের সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং একজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মর্তা এটিএম কামরুল ইসলামের নিকট তাঁর মনোয়নপত্র জমা দেন।

পরে ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আল আমিন দেওয়ান (চেয়ার), গণফোরাম মনোনীত প্রার্থী মো. কাজল ভুইয়া (উদীয়মান সূর্য), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামীক আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা), বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিক্সা) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) নিজ নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন। বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডা. শফিউদ্দিন সরকার (লাঙ্গল) রিটার্নিং কর্মর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।

নাটোর : উৎসবমুখর পরিবেশে নিয়ম মেনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমপি প্রার্থীরা। জমাদানের শেষদিন গতকাল সোমবার সহকারী রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।

এ আসন থেকে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মো. আব্দুল আজিজ সহকারী রির্টানিং অফিসার ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের হাতে মনোনয়নপত্র জমা দেন। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. এমদাদুল্লাহ গুরুদাসপুরে ও জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে এবং এবি পার্টির প্রার্থী মোকছেদুল মোমিন নাটোর জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন প্রার্থীরা। উল্লেখ্য, নাটোর-৪ আসনে আবু হেনা মোস্তফা কামাল, মো. আবুল কাশেম, এম ইউসুফ আহম্মেদ মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি বলে জানা গেছে।

রংপুর : রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী মো. সামসুজ্জামান সামু মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে তিনি প্রয়াত পিতার কবর জিয়ারত করেন।

তিনি গতকাল সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসানের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে তিনি রংপুর জেলা মডেল মসজিদে জোহরের নামাজ আদায় করে দোয়া মাহফিলে অংশ নেন।

নীলফামারী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বিএনপি’র সাথে জোট হয়ে জমিয়তে উলামায়ে বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মনোনয়নপত্র দাখিল করেছে। গতকাল সোমবার দুপুরে দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় মুরব্বিদের নিয়ে সহকরী রির্টানীং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্নীর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় ডোমার উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ কিবরিয়া পাপ্পু, সাধারন সম্পাদক মাওলানা জাহিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বিএনপি জোটের প্রার্থী হয়ে নীলফামারী-১ আসনের মনোনয়নপত্র দাখিল করলাম। দলীয় প্রতিক খেজুর গাছ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাটাও একটা আনন্দের উল্লেখ করে বলেন বিজয়ী হলে জনগনের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১৭ বছর ধরে মানুষ ত্যাগ স্বীকার করেছেন। যারা জীবন দিয়েছেন, যারা গুম-খুন, মিথ্যা মামলা, চাকরি হারানোর শিকার হয়েছেন- সেই সব ত্যাগের বিনিময়ে আজ আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ গঠন করবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। যে সরকার ও সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফরিদপুর : আসন্ন ত্রয়োদশ জাতীঙ সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৩ (সদর) আসনে বাংলাদেশ জাময়াতে ইসলামি মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বেলা বারোটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে বাবা-মা ও পূর্বপুরুষের কবর জিয়ারত শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। গতকাল সোমবার দুপুরে তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জন্য এই মনোনয়নপত্র দাখিল করেন।

এদিন বিকেল ৩টায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, প্রার্থীর ভাই কাজী জুন্নুন বসরী ও কাজী শাহ আরেফীন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনসহ স্থানীয় নেতারা।

চাঁপাইনবাবগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার দুপুরে উৎসবমুখর পরিবেশে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এদিন বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির ঢাকা দক্ষিণ মহানগরের আমীর নূরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র দাখিল করেন। এরপর একই আসনে বেলা ১২টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের প্রার্থী ও দলটির রাজশাহী মহানগর শাখার আমীর ড. কেরামত আলী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, ফরম বিতরণ শুরুর পর থেকে সোমবার দুপুর পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

পাবনা : পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দুটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার দুপুর ২টা পর্যন্ত ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। তবে এ দুটি আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন ১২ জন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৪ জন ফরম জমা দিয়েছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ আরও ৪ জন জমা দিয়েছেন।

ঝিনাইদহ : ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে এবি পার্টির (ঈগল প্রতীক) মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় মনোনিত প্রার্থী এ্যাডভোকেট মো. মতিয়ার রহমান। মনোনয়ন দাখিলের শেষদিন গতকাল সোমবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের কাছে তিনি দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

তিনি শৈলকুপা আসন থেকে জয়যুক্ত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে জানান।

বেনাপোল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। গতকাল সেমাবার দুপুর ২টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া যশোর-১ (শার্শা) আসন থেকে আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন- বাংলাদেশ জামায়েত ইসলামীর মাওলানা আজিজুর রহমান, বিএনপির বিদ্রোহী প্রার্থী শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকতিয়ার রহমান, স্বতন্ত্র ওসমান গনি, স্বতন্ত্র শাহজাহান আলী গোলদার, জাতীয় পাটি (জিএম কাদের) জাহাঙ্গীর আলম চঞ্চল, বাংলাদেশ খেলাফত মজলিস নাজিম উদ্দিন ও জনতার দল আব্দুল মান্নান মিন্নু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত