ঢাকা শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

ডামুড্যার তিলই এলাকায় রাতের আধারে খোকন দাস (৫০) নামে এক ঔষধ ও বিকাশ এজেন্টে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই ব্যবসায়ী হামলাকারীদের চিনে ফেলায় তাকে ছুরিকাঘাত করে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। গত বুধবার রাত ১০টার দিকে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ওই ব্যবসায়ী ও তার পরিবারের অভিযোগ হামলাকারীদের চিনে ফেলায় শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার পরেশ দাসের ছেলে খোকন দাস প্রতিদিনের মতো গত বুধবার রাত ১০টার দিকে পাশর্^বর্তী কেউরভাঙ্গা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে ৩-৪ জন দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে তার আত্মচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

আহতের স্ত্রী সীমা দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোগীর মাথা ও হাতে আগুনে পোড়া জখম রয়েছে। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডামুড্যা থানার ওসি রবিউল হক বলেন, পরিবারের লোকজন ঢাকায় থাকায় এখনও মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত