
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান অল্প সময়ের মধ্যেই জেলার সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও জনবান্ধব প্রশাসক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠপর্যায়ের কাজে সরাসরি অংশগ্রহণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সমস্যার কার্যকর সমাধানের মাধ্যমে জনআস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নীলফামারী ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন, ফুটপাত ও বাসটার্মিনালে অবস্থানরত ভাসমান মানুষ এবং তিস্তার চরাঞ্চলে বসবাসকারী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণে তার সক্রিয় ভূমিকা প্রশংসিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ পরিদর্শন, উন্নয়নাধীন রাস্তা-ঘাটের কাজের অগ্রগতি সরেজমিনে তদারকি এবং জরুরি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তির মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের মতে, প্রশাসনের শীর্ষ পদে থেকেও মোহাম্মদ নায়িরুজ্জামান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং আশ্বাসের পাশাপাশি বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। শহরের এক বয়স্ক বাসিন্দা তসলিম উদ্দিন বাবু বলেন- তিনি শুধু অফিসে বসে থাকেন না, মানুষের মধ্যেই কাজ করেন। এমন জেলা প্রশাসক আমরা আগে দেখিনি। এ ছাড়া সামাজিক ও মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা কার্যক্রম এবং দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগে তার সক্রিয় উপস্থিতি জেলার মানুষকে আশাবাদী করে তুলেছে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী হওয়ায় তিনি এরইমধ্যে সাধারণ মানুষের কাছে ‘জনবান্ধব প্রশাসক’ হিসেবে পরিচিতি পেয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমি প্রশাসক হিসেবে নয়, মানুষের সেবক হিসেবেই কাজ করতে চাই।