নোয়াখালীর হাতিয়ায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুর্ধর্ষ ডাকাত সর্দার মহিউদ্দিনের সহচর সিদ্দিক এবং মোজাম্মেলের বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।