ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই ব্যবসায়ী নিহত

চট্টগ্রামে মাইক্রোবাসের চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত
রাজবাড়ীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বাংলাদেশহাট এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা হয়। নিহতরা হলো- কষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকার বা?সিন্দা রফিকুল ইসলাম (৩০) ও খবির (৪০)। স্থানীয়রা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী একটি ট্রাক বাংলাদেশহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সে সময় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সেইসঙ্গে ১৪টি গরুর মধ্যে ১২টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি দুটি গরুর মৃত্যু হয়েছে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও দুই জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত একজনের নাম ইয়াসমিন। আরেকজনের নাম জানা যায়নি। আহতরা হলেন বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), কৃষ্ণ দাস (২৯)। তারা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে যায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই আরোহী নিহত হন। আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসসহ চালক পলাতক আছে। আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। তাদের পরিচয় নিশ্চিত হলে আইনানুগ প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত