ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্ব বাড়ছে এআইয়ের

সমন্বিত কাঠামো জরুরি
দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্ব বাড়ছে এআইয়ের

দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব ক্রমশ বাড়ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির পরিচালক আহমদুল হক। তিনি বলেছেন, সমন্বিতভাবে পূর্বাভাসের কাঠামো শক্তিশালী করতে আন্তঃসংস্থাগত সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। গতকাল বুধবার রাজধানীর বনানীতে বন্যা ও ঘূর্ণিঝড়ের জন্য NEAP (জাতীয় আগাম পদক্ষেপ প্রোটোকল) কার্যকরী উদ্যোগ : পূর্বাভাস এবং মানবিক পদক্ষেপের মধ্যে সেতুবন্ধন শীর্ষক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার নেতৃত্বাধীন NEAP কনসোর্টিয়াম এবং এর অন্যান্য সদস্য সংস্থা করডেইড, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউনাইটেড পারপাস যৌথভাবে এ জাতীয় কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক পূর্বাভাস এবং মানবিক প্রতিক্রিয়ার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় অগ্রসক্রিয় পদক্ষেপ জোরদার করা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মশালাটি একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে সরকারি সংস্থা, কারিগরি প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোর মূল প্রতিনিধিদের একত্রিত করা হয়েছে, যাতে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় জাতীয় অগ্রসক্রিয় কর্মপদ্ধতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা যায়। বিভিন্ন অধিবেশনে সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা, বৈজ্ঞানিকভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে সময়োপযোগী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের পরিচালক (মানবিক কার্যক্রম) মো. মোস্তাক হোসেন দুর্যোগজনিত ঝুঁকি হ্রাসে একটি পূর্ণাঙ্গ NEAP-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রোটোকলটি আগাম পদক্ষেপের বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, বিশেষ করে পশুসম্পদ রক্ষা ও দুর্যোগ চক্রজুড়ে দুর্বলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্যানেল আলোচনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শাহ কামাল খান বলেন, বিএএমআইএস প্রকল্পের সঙ্গে যুক্ত অংশীদাররা প্রাথমিকভাবে NEAP সম্পর্কে সচেতন ছিলেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত