ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

কাপ-আপ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

কাপ-আপ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে গতকাল প্রতিষ্ঠানটির শিক্ষা সেক্টরের কাপ-আপ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও এফেয়ার্স ব্যুারো’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসডিবি’র কারিন্ট্র কো-অর্ডিনেটর মো. আরিফ সাহিদ, বাংলাদেশ ওপেন ইউনির্ভাসিটি’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমশের আলী, ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ খলিলুল্লাহ, ড. এসএম খলিলুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান। ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা ও টিভিইটি সেক্টরের যুগ্ন পরিচালক মো. মনিরুজ্জামান শুভেচ্ছা বক্তব্য রাখেন। কাপ-আপ প্রকল্পের বার্ষিক অগ্রগতির পর্যালোচনা-২০২৫ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কো-অর্ডিনেটর-মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শেখ শফিকুর রহমান। অনুষ্ঠানে এনজিও এফেয়ার্স ব্যুারো’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া, এনডিসি বলেন, ভিক্ষুকমুক্ত দেশ চাই, বস্তিমুক্ত দেশ চাই, সামনে চ্যালেঞ্জ আসবে, ইউএসএআইডি আমাদের ডোনেট করছে না, অন্যান্য দাতা সংস্থাও হয়তো কমে যাবে তাই স্থানীয়ভাবে কীভাবে ফান্ড তৈরি করা যায় সেদিকে নজর দিতে হবে। আমাদের ক্লাইমেট চেঞ্জ-এর দিকে নজর দিতে হবে। ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান বলেন, ভাল মানুষ না হলে শিক্ষা কোন কাজে আসবে না। ঢাকা আহ্ছানিয়া মিশনের মূলমন্ত্র আহ্ছানিয়া মিশনের কর্মীদের অনুধাবন করে কাজ করতে হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত