ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষা মানুষকে রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে

শিক্ষা মানুষকে রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার দুইটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটি হচ্ছে- শিক্ষা ব্যক্তির মধ্যে যে সম্ভাবনা রয়েছে, তার বিকাশ সাধন করে। আর অন্যটি হচ্ছে- শিক্ষা মানুষকে তার সমাজের বা রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সামগ্রিক পরিকল্পনাতে এই দুইটি দিকের প্রতি গুরুত্ব দিতে হবে। গতকাল ঢাকার একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত Skill-Focused Literacy for Out-of-School Adolescents (SKILFO) পাইলট প্রজেক্টের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, SKILFO প্রজেক্টটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। এই সফলতাকে হারিয়ে যেতে দেয়া যাবে না।

বরং এর সুফল সারা দেশে ছড়িয়ে দিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন এর আর্থিক ও ইউনিসেফ এর কারিগরি সহযোগিতায় এই প্রজেক্টটি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শুরু হয়। এটি ২০২৫ এর ৩০ শে জুন তারিখে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত