ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসব

রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসব

নাচ, গান, বইয়ের মোড়ক উন্মোচন, শিল্পী সম্মাননা ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসব। গত শুক্রবার রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর সংগঠনের কোরাস পরিবেশন করে শিল্পীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পরপরই রংপুরের দুই প্রবীণ শিল্পীকে শিল্পী সম্মাননা প্রদান করা হয়। এবারে শিল্পী সম্মাননা পান আব্দুল গফুর সরকার ও তমাল কান্তি লাহিরি। জীবনী উপস্থাপন করেন গীতিকার এসএম খলিল বাবু ও আতিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, জেলা কালচারাল অফিসার কেএম আরিফউজ্জামান। সভাপতিত্ব করেন রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খন্দকার মোহাম্মদ আলী সম্রাট। এতে স্বাগত বক্তব্য রাখেন মকসুদার রহমান মুকুল। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে দোতরায় ভাওয়াইয়া গানের সুর তোলেন দোতরা শিল্পীরা। এরপর হাওয়াইন গিটারের আধুনিক গানের সুর তোলেন মফিজুল বিপ্লব। পরে গান পরিবেশন করেন মিলন ভট্টাচার্য, নীলিমা আকতার, জিয়াউল হক লিপু, ফারহান শাহীল লিয়ন, লাভলী সরকার, শফিকুল ইসলাম, প্রিয়াংকা পাল, অরন্য আব্বাস, বেলাল হোসেন, হৃদয় জে জে, মাহমুদা আক্তার মিলা, রনজিৎ কুমার রায়। গানের মাঝে মাঝে শিল্পকলা একাডেমির দলীয় নৃত্য পরিবেশিত হয়। এর আগে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উৎসব কমিটির আহবায়ক ছিলেন চৌধুরী মাহমুদুন নবী ডলার ও সদস্য সচিব সুইট। ‘সারা বিশ্ব এক হোক সুরের ঐকতানে’ বিশ্বসঙ্গীত দিবসে যুগপূর্তি উৎসবের আয়োজন করে রংপুর জেলা শিল্পকলা একাডেমি ও রংপুর সঙ্গীতশিল্পী কল্যাণ ফাউন্ডেশন। উপস্থাপনায় ছিলেন সামিউল হাসান লিটন ও সফুরা খাতুন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত