ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

এলজিইডির ক্রিম প্রকল্প ও ক্রিলিক এর জিসিএফ মূল্যায়ন মিশন সম্পন্ন

এলজিইডির ক্রিম প্রকল্প ও ক্রিলিক এর জিসিএফ মূল্যায়ন মিশন সম্পন্ন

গত ৭-১০ জুলাই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম) প্রকল্প এবং এর আওতাধিন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর উন্নয়ন সহযোগী সংস্থা গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর ক্লাইমেট ইনফরমেন অ্যান্ড আর্লি ওয়ানিং সিস্টেম (সিআইইডব্লিউএস) বিষয়ক মূল্যায়ন মিশন সম্পন্ন করেছে। গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর প্রিন্সিপাল ইভ্যালুয়েশন অফিসার আইকো ওয়াড এর নেতৃত্বে মিশন প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন সিনিয়র ইভ্যালুয়েটর অ্যান্ড কনসালটেন্ট ড. ভিসিন্টা সায়েল কোর্টেস বারেউটা। গত ৭ জুলাই মিশনকে ক্রিলিকের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত