ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী এক ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’ অধ্যাপক সিরাজুল ইসলাম লেকচার হলে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা উদ্বোধন করেন। এতে বলা হয়েছে, ডিইউআরএস-এর সভাপতি ফাহিম হাসান মাহদীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মু. মনজুরুল করিম, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রোমানা পাপড়ি প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত