
স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে ‘অর্ধবার্ষিক বিজনেস রিভিউ মিটিং ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হাইব্রিড সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক এসএএম হোসাইন, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান ও স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম ও জাহিদুল আলম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং সব শাখার শাখাপ্রধান, সব বিভাগীয় প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা অনলাইনে যুক্ত থেকে সভায় অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি