ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

লিজেন্ডস লিগে না খেলে যে কারণে ফিরে এসেছেন আশরাফুলরা

লিজেন্ডস লিগে না খেলে যে কারণে ফিরে এসেছেন আশরাফুলরা

এশিয়ান লিজেন্ডস লিগে খেলতে গিয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স। তবে ভারতে গেলেও ম্যাচ খেলা হয়নি দলটির। বিসিসিআই ও আইসিসির অনুমোদন না থাকা এবং বিসিবির ছাড়পত্র না পাওয়ায় কোনো ম্যাচ না খেলেই দলটিকে দেশে ফিরে আসতে হয়েছে। ফেরার কারণ হিসেবে জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগ নামের এই টুর্নামেন্ট ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদিত নয়। তাই দলকে ফিরে আসার নির্দেশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার পর সোমবার সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটসম্যান হার্শেল গিবস। তিনি লিখেছেন, ‘আমাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং এখনও ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি!! এফ.... (প্রকাশযোগ্য নয়) রসিকতা!’ কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া তামিম ইকবালেরও এই দলের হয়ে খেলার কথা ছিল। অন্যদিকে, এশিয়ান স্টারসের হয়ে খেলার চুক্তি করলেও শেষ পর্যন্ত ভারতে যাননি সাকিব আল হাসান। এশিয়ার শীর্ষ পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর। তবে বাংলাদেশ না খেললেও বাকি চার দল নিয়ে টুর্নামেন্ট চলছে।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত