ঢাকা বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ত্রিদেশীয় সিরিজ খেলবেন সাবিনারা

ত্রিদেশীয় সিরিজ খেলবেন সাবিনারা

আন্তর্জাতিক প্রতিযোগিতায় মাঠে নামার আগে ফিফা ফ্রেন্ডলি বা প্রস্তুতি ম্যাচ না খেলার আক্ষেপ সাবিনা খাতুনদের বহু দিনের। অবশেষে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের।

মিয়ানমারে এশিয়ান কাপের বাছাইপর্বের আগে শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পেল লাল সবুজের প্রতিনিধিরা। সে সুযোগ করে দিচ্ছে জর্ডান। ইন্দোনেশিয়া ও বাংলাদেশকে নিয়ে তারা একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে। যেখানে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ দুই দলই ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। জর্ডানের রাজধানী আম্মানে খেলা হবে। যদিও ম্যাচের সূচি চূড়ান্ত হয়নি। কার সঙ্গে কারা খেলবে, কবে খেলা হবে সেগুলোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে আয়োজক জর্ডান। তবে বাংলাদেশের দুটি ম্যাচের তারিখ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ৩১ মে। পরের ম্যাচটি ৩ জুন। জর্ডানের উদ্দেশ্যে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৭ জুন। গতকাল বৃহস্পতিবার বাফুফে ভবনে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার তিন জাতি টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে। তিনি বলেন, ‘জুলাইয়ে আমাদের এশিয়ান কাপ বাছাই রাউন্ড আছে। সেটাকে সামনে রেখে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ভালো দেশের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ও প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। আমরা তিন জাতি একটা টুর্নামেন্ট প্রস্তুত করতে পেরেছি। ইন্দোনেশিয়া, জর্ডান ও বাংলাদেশ নিয়ে হবে প্রতিযোগিতা।’ জর্ডানে আগে গিয়ে অনুশীলন ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চায় বাংলাদেশ। এমনটাই জানালেন তিনি, ‘খেলাটা হবে জর্ডানে। দুটি ম্যাচ খেলব। প্রথম ম্যাচ ৩১ মে। দ্বিতীয়টি হবে ৩ জুন। দল এখান থেকে যাবে ২৭ মে। কারণ আমি একটু আগে পিটারের (কোচ পিটার বাটলার) সঙ্গে বসেছিলাম। জর্ডান আমাদের অনুমতি দেবে ৩০ মে থেকে। কিন্তু পিটার বলছিল যে, আমরা যদি ওখানে দুই দিন আগে যাই সেটা আমাদের জন্য ভালো হবে। আমরা ওখানে গিয়ে কিছু প্র্যাকটিস করতে পরি। সে কারণে কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। ৪ জুন ওরা দেশে ফিরে আসবে।’ গত সাফের আগে বাংলাদেশ কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। তবে এবার র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে খেলবে। যেখানে জর্ডানের ফিফা র‍্যাংকিং ৭৪ এবং ইন্দোনেশিয়ার র‍্যাংকিং ৯৪। আর বাংলাদেশের ১৩৩। দলের দুর্বলতা বুঝতে এটা সহায়ক হবে বলে মনে করেন তিনি, ‘আপনারা জানেন জরডানের র‍্যাংকিং ৭৪। ইন্দোনেশিয়ার ৯৪। আমাদের থেকে ওরা অনেক বেশি এগিয়ে । আমরা চেয়েছিলাম এশিয়ান কাপ বাছাইয়ের আগে আমাদের দল একটা শক্তিশালী দলের সঙ্গে খেলুক। এবং তারা তাদের দুর্বলতাগুলো বুঝতে পারুক। একই সঙ্গে কোচও বুঝতে পারুক টিমকে কোন লেভেল থেকে আরও তৈরি করতে হবে। সেটাকে সামনে রেখে এই আয়োজন করা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত