বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা, ইউটিউবার ও গায়ক তামিম মৃধা অভিনয় ছেড়ে ইসলামের পথে চলেছেন। তার বড় ভাই সাকিব এম তালহা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন, যেখানে তিনি জানিয়েছেন, "আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।"
তালহা তার পোস্টে আরও উল্লেখ করেছেন, “আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন” এবং তামিমের জন্য সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, “আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।”
এদিকে, তামিম মৃধার সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজন লিখেছেন, “আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত।”
আরেকজন মন্তব্য করেছেন, “তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এত বড় দাড়ি দেখিনি। হয়ত কামব্যাক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।”
এভাবে তামিম মৃধার নতুন পথচলা নিয়ে আলোচনা চলছে এবং অনেকেই তার জন্য দোয়া করছেন।