ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় মাইক্রোসফটের কার্যালয়ের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার (২০ জুন) সকালে সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে, ইরান আবারও গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানি কর্মকর্তারা এর আগের দিন জানিয়েছিলেন, এই প্রযুক্তি পার্ক লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছিল, কিন্তু তখন কাছাকাছি সরোকা হাসপাতাল আক্রান্ত হয়েছিল।
এদিকে, চলমান সংঘাতে প্রথমবারের মতো প্রাণঘাতী অস্ত্র ‘ক্লাস্টার বোমা’ ব্যবহারের অভিযোগ উঠেছে। ইসরায়েলের অভিযোগ, ইরান যেসব প্রাণঘাতী ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, তা বেসামরিক মানুষের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত, কারণ যুদ্ধ শেষ হওয়ার বহু পরেও এগুলো বিস্ফোরিত না হয়ে মাটির নিচে থেকে যেতে পারে।
ইসরায়েলের দাবি, ইরান অন্তত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়-এর উদ্দেশ্য ছিল বেসামরিক ক্ষয়ক্ষতি বাড়ানো।